সাইফুর রহমান পারভেজ রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসে উঠা নিয়ে দ্বন্দ্বে মোঃ জীবন ফকির (২০) নামে এক হকারের লাথির আঘাতে আমড়া বিক্রেতা মোঃ কেসমত শেখ (৫০) নামে অপর হকারের মৃত্যু হয়েছে।
মৃত মোঃ কেসমত শেখ (৫০) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ভাষান শেখের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, মৃত কেসমত শেখ এবং মোঃ জীবন ফকির দুজনেই ফেরিতে হকারি করতো। আমড়া বিক্রির জন্য বাসে উঠার জেরে গত ১৭ সেপ্টেম্বর সোমবার বেলা দেড়টার দিকে দৌলতদিয়া চার নম্বর ফেরি ঘাট সংলগ্ন পল্টনের সামনে আমড়া নিয়ে বাসে উঠতে গেলে একই গ্রামের বাবু ফকিরের ছেলে মোঃ জীবন ফকির (২০) এর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জীবন ফকির সজোরে তলপেটে লাথি মারে। লাথি মারার ফলে কেসমত শেখ রাস্তায় লুটিয়ে পরে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে। উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। হাসপাতাল কতৃপক্ষ জানায় লাথির আঘাতে তার পেটের নাড়ি ছিদ্র হয়ে গেছে। এরপর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৪/০৯/২০২৪ তারিখ রাত্রে ঢাকা সিটি কেয়ার হাসপাতালে নিয়ে অপরারেশন করা হয়। অপারেশন করার পর থেকেই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এরপর ঢাকা সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রবিবার সকাল সারে আটটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে আসামি গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে।