জিএম ইব্রাহীম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব দূর্গাপূজা উপলক্ষে নোয়াখালী হাতিয়ায় পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হাতিয়া প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন অধ্যাপক মানষ মোহন দাস। হাতিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিক্রম বিহারীর সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক পিযুষ চন্দ্র বনিকের সঞ্চালনায় উক্ত মতবিনময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পুলিন বিহারী দাস, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র ধর, রঞ্জন বাবুসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। বক্তরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, এ বছর ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত হাতিয়া উপজেলায় ৩৩ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।