খাগড়াছড়ি: বিগত তিন দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় খাগড়াছড়ি সীমান্তবর্তী উপজেলা ফটিকছড়ি। এতে প্লাবিত হয় শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার পরিবার। বন্যার পানিতে বেশিরভাগ গ্রামের বসতবাড়ি, সড়ক, ফসলি জমি প্লাবিত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে ফটিকছড়িবাসী। এরই মধ্যে বন্যাদুর্গত মানুষের পাশে দাড়ানোর জন্য সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের সদস্যরা ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইঞ্জিন চালিত নৌকা নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।উদ্ধারকৃতদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিরাপদে পৌছে দেয় সেনা সদস্য।
এছাড়াও উদ্ধারকৃত সাধারণ মানুষের মাঝে খাদ্য সংকট দেখা দিলে তৎক্ষণিক শুকনো খাবার বিতরণ করা হয়।
লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম বন্যাদূর্গত এলাকায় সেনা সদস্যদের উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ মানুষদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন। বন্যা চলাকালীন সময়ে এলাকাবাসিকে সর্বাত্তক সহায়তার আশ্বাস দেন জোন অধিনায়ক।