• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটিতে উপজাতি সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে লংগদুতে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে সহিংস ঘটনায় নিহত ৩- আহত ৯ খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কয়ার দুই পক্ষের বিরোধে বাজারে আগুন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরকল উপজেলায় কমিটি ঘোষণা রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ লক্ষ্মীছড়ি কলেজে শিক্ষক পরিষদ গঠন সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে “এক টাকায় বাজার”  প্রায় ২ মাস বন্ধ থাকার পর ফের চালু হয়েছে কেপিএম মিল গুইমারা উপজেলা বিএনপির আংশিক কমিটি গঠিত খাগড়াছড়িতে বই পড়া কর্মসূচি-২৪ সম্পন্ন রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ে জাতীয়   মৎস্য সপ্তাহের উদ্বোধন  

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৯৫ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:  রাঙামাটির কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার  (৩১  জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ: ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে এদিন   সকাল ১০ টায়  একটি  র‍্যালী বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র‍্যালীটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন এতে সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান  মো: নাছির উদ্দিন।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন, সহকারী কমিশনার (ভূমি)  স্বরূপ মুহুরী, উপজেলা  প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা:  এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা  ইমরান আহমেদ এবং  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই বিএফডিসির মার্কেটিং অফিসার  মো: মুকিত বিন নূর হাসান   মৎস্যজীবি সনজিত তনচংগ্যা ও বিজয় মারমা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা শেষে কাপ্তাই উপজেলা পর্যায়ে সফল মৎস্যচাষী সনজিত তনচংগ্যা, অংসা মারমা এবং সুইটি চৌধুরীকে সনদপত্র ও নগদ ২ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সবশেষে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সদর পুকুরে ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই তথ্য অফিসের সহযোগিতায় মৎস্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়।

প্রসঙ্গত: এই বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হলো ” ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ