ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কোটা সংস্কারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টা হতে বিএসপিআই এর ডাইনিং হল হতে শুরু হয়ে
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করেন।
প্রতিষ্ঠানের ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ মুজাহিদ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ জাহিদুল ইসলাম তামিম এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন
এসময় শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপর হামলার বিচার দাবি করেন।
এদিকে এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১২ টায় ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।