• শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
গাজায় যুদ্ধে বাস্তুচ্যুত ১৯ লাখ মানুষ: জাতিসংঘ রাঙামাটিতে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার বান্দরবানে বেনজীরের সম্পত্তি নিয়ন্ত্রণে নিল প্রশাসন পাংশায় তিনটি একনালা বন্দুক সহ গ্রেপ্তার-১ শেখ হাসিনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন- এমপি হাবিবুন নাহার মোংলায় প্রতারণায় দুই কোটি টাকার সম্পত্তি হারিয়েছে এক নারী রাঙামাটি জেলায় শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাই ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাঘাইহাট জোন জীবন ও পরিবেশ রক্ষায় তামাক চাষের বিকল্প জীবিকায়ন সৃষ্টি করতে হবে- জেলা প্রশাসক-মো.সহিদুজ্জামান মেঘের রাজ্য সাজেকে আটকে পড়া ৫শতাধিক পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি ফিরেছে নিজ উদ্যোগে শিক্ষার্থী ও শিক্ষকদের পরীক্ষার হলে পৌঁছে দিলেন ছাত্রদলের আহবায়ক নুর কবির বন্যার্তদের মাঝে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করেছেন বাঘাইহাট ব্যাটালিয়ান ৫৪ বিজিবি

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লংগদুরের নেছার উদ্দীন হৃদয়

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি): / ৬৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪

মোঃ আলমগীর হোসেন, লংগদু,( রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আগামী ১ বছরের জন্য অনুমোদিত কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন লংগদু উপজেলার কৃতি সন্তান নেছার উদ্দিন হৃদয়।

শনিবার (২৯ জুন) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নেছার উদ্দীন এর আগে
রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের গত কমিটিতে সহ সম্পাদক পদে ও লংগদু সরকারি কলেজ এবং রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে সভাপতি পদে সফলতা দায়িত্ব পালন করেছেন।

নব ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পর নেছার উদ্দিন হৃদয় জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ বুকে ধারণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটিজেলা শাখার কার্যক্রম প্রফুল্লচিত্তে সর্বদা এগিয়ে নিয়ে যাবো।

নব ঘোষিত ৬২ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ সভাপতি পদে ৪০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ১০ জনের নাম প্রকাশ করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান নব ঘোষিত জেলা কমিটির নেতৃবৃন্দ। এদিকে নতুন নেছার উদ্দীনকে পেয়ে লংগদু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানান। পুরো সোসাল মিডিয়া ফেসবুকে অভিনন্দন জানান লংগদু উপজেলা সহ রাঙ্গামাটি জেলার ফেসবুক ব্যবহারকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ