• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত – ৩ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সেনা জোন কর্তৃক অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ বান্দরবানে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি’র ৩ সদস্য নিহত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার লামা বাজার পুকুর সংষ্কার কাজ পুণরায় চালু দাবীতে মানববন্ধন  কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ একজন আটক: মোটরসাইকেল জব্দ রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা কাপ্তাই বিএসপিআই এ ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি

জাতীয় পর্যায়ে নেপচুন চা বাগানের শ্রেষ্ঠত্ব অর্জন জাতীয় চা পুরস্কার-২০২৪ বিজয়ী জেসমিন আক্তার

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি: / ৫৪৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:

৪ জুন জাতীয় চা দিবস। ফলে সারাদেশের ১৬৮টি চা বাগানের মধ্যে শ্রেষ্ঠ চা পাতা চয়নকারীর (শ্রমিক সম্পর্কিত পুরস্কার) টানা দুইবার এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগানের দখলে। আর শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী শ্রমিক হিসেবে এবার দেশসেরা হয়েছেন নেপচুন চা বাগানের সফল চা শ্রমিক জেসমিন আক্তার। ২০২৩ সালেও দেশসেরা শ্রমিক নির্বাচিত হয়েছিলেন নেপচুন চা বাগানের উপলক্ষী ত্রিপুরা। ৪জুন মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর হাত থেকে দেশসেরা চা পাতা চয়নকারী হিসেবে পুরস্কার গ্রহন করবেন জেসমিন আক্তার এবং অতিথি পর্যায়ে বক্তব্য রাখবেন গত বছরের দেশসেরা চা পাতা চয়নকারী নেপচুনের পরীক্ষিত সফল শ্রমিক উপলক্ষী ত্রিপুরা।

এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগান সূত্রে জানা গেছে, ১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ২৭০০ একর আয়তন বিশিষ্ট পাহাড়-সমতল এলাকায় গড়ে উঠে এম এম ইস্পাহানি গ্রুপের এই নেপচুন চা বাগান। ২০০৯ সালে বৃক্ষ রোপনে দেশসেরা চা বাগান মনোনীত হয় নেপচুন চা বাগান। ২০২০ সালে গ্রীণ ফ্যাক্টরী এওয়ার্ড মনোনীত হয় নেপচুন চা বাগান।
দীর্ঘ ৬৪ বছরে নেপচুন চা বাগান নানা সফলতার পাশাপাশি চা উৎপাদনেও শ্রেষ্ঠত্ব অর্জন করে চলছে।
২০২২ সালের চা পাতা চয়ন বা উত্তোলনে দেশসেরা চা শ্রমিক নির্বাচিত হয়েছিলেন উপলক্ষী ত্রিপুরা। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালেও (জানুয়ারি-ডিসেম্বর) সারাদেশের ১৬৮টি চা বাগানের মধ্যে চা পাতা উত্তোলন বা চয়নে সেরা শ্রমিক নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার।

৪জুন জাতীয় চা দিবসে দেশসেরা চা পাতা চয়নকারী হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহন করবেন জেসমিন আক্তার। দেশসেরা চা শ্রমিক নির্বাচিত হওয়ার আনন্দে আবেগাপ্লুত জেসমিন আক্তার বলেন, আমি গত ৪১ বছর ধরে একই বাগানে বিশ্বস্থতার সহিত চা পাতা উত্তোলন করে আজ দেশসেরা হতে পেরে সত্যি আনন্দিত। গত এক বছরে আমি ২৫২১৭ কেজি চা পাতা উত্তোলন করতে সক্ষম হই। ২পুত্র,১কন্যা ও স্বামীসহ আমার সংসারের ৮জন সদস্য এই নেপচুন চা বাগানে কর্মরত।

এম এম ইস্পাহানি গ্রুপের নেপচুন চা বাগানের উপ-ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন বলেন, দেশের ১৬৮টি চা বাগানের মধ্যে নেপচুন চা বাগান থেকে টানা দুইবার দেশসেরা চা শ্রমিক বা পাতা চয়নকারী নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। শুধু তাই নয় সম্প্রতি সিলেট বিভাগের শ্রীমঙ্গলের করিমপুরে ৪টি চা বাগানের শ্রমিকদের মধ্যে ওপেন চা পাতা উত্তোলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩০ মিনিটে ২৪ কেজি চা পাতা চয়ন (উত্তোলন) করে জেসমিন আক্তার প্রথম হওয়ার গৌরব চূড়ান্তভাবে ধরে রাখেন।

৪জুন জাতীয় চা দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে জেসমিন আক্তার দেশসেরা চা পাতা চয়নকারী হিসেবে পুরস্কার গ্রহন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ