আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানাগার উন্নয়নে লাখ টাকার চেক হস্তান্তর, বিজ্ঞান সভা ও বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
১জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা তিনটহরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক সুদিপ কুমার নাথের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মো. আনিসুর রহমান। বক্তব্য রাখেন, শিক্ষার্থী রিম্রাসং মারমা ঋতু।
প্রধান অতিথি শিক্ষার্থীদের বিজ্ঞানের আবিস্কার ও উদ্ভাবন বিষয়ে বক্তব্য রাখেন এবং বিজ্ঞান বিষয়ে জানতে চাওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেন। এ সময় বিজ্ঞান বিষয়ে বক্তব্য রাখেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী রিম্রাসং মারমা ঋতু।
পরে অতিথি বিদ্যালয়ে বিজ্ঞানাগার উন্নয়নে এক লাখ টাকার চেক হস্তান্তর করেন এবং বিজ্ঞাগার পরিদর্শন করেন।