মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিকনির্দেশনায় জেলা পুলিশ এর উদ্যোগে, গুইমারা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের তত্বাবধানে গুইমারা থানা এলাকায় NO HELMET, NO FUEL সরকারের এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মোটরসাইকেল চালক ও যাত্রীদের সচেতনতামূলক কার্যক্রম শুরু করেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০মে)গুইমারা থানার জনবহুল এলাকায় পেষ্টুন টানিয়ে এবং মোটর সাইকেলে ষ্টীকার লাগিয়ে দিয়ে সকলকে হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন (ওসি) মোঃ আরিফুল আমিন।
তিনি বলেন, একজন মানুষকে প্রথমে নিজের প্রতি সচেতন হতে হবে, পরে পরিবারকে সচেতন করতে হবে, তখন সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে,সচেতনতাই পারে একজন মানুষকে,একটি পরিবারকে ও একটি সমাজকে সুস্থ রাখতে এবং জীবন বাঁচাতে।
আসুন NO HELMET, NO FUEL এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করি এবং নিজে বাঁচি, অন্যকে বাঁচতে সহযোগিতা করি ।