আব্দুল মান্নান স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছদরখীল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৩ মে বিকেলে উপজেলার ছদরখীল এলাকায় হালদা খালে বিনানুমতিতে বালু উত্তোলন করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় মো. ইলিয়াস হোসেন(৩৯) কে ৩০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহীনা নাছরিন। অভিযুক্ত মো. ইলিয়াস চেঙ্গুছড়া এলাকার আবদুল মতিনের পুত্র।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন বলেন, বঙ্গবন্ধু হেরিটেজ হালদা খাল আমাদের ঐতিহ্য ও অমূল্য সম্পদ। এর রক্ষণাবেক্ষণ সবাইকে আরও সচেতন হতে হবে। এ খালে অবৈধভাবে বালু উত্তোলন করার কোন সুযোগ নেই এবং কাউকে তা করতে দেয়া হবে না।