টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে মোছাম্মদ রুবি আক্তার (২৭)নামের এক গৃহবধূ খুনের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক
শনিবার (১২ আগস্ট) দিবাগত রাত সোয়া দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে গৃহবধূ রুবি আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান নিহত ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসা স্বামী মোঃ রুবেল মিয়াকে আমাদের পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। জিজ্ঞাসা বাদে রুবেল মিয়া স্ত্রী রুবি আক্তার কে খুনের কথা স্বীকার করে জানান, তিন মাস আগে বিয়ে হয় তাদের। গতকাল সন্ধ্যার দিকে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী রুবি আক্তারকে দা দিয়ে মাথায় দুইটি কোপ দেয়। এতে রুবি আক্তার গুরুতর আহত হলে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে রুবির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক বাচ্চু মিয়া আরো জানান, রুবি আক্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের মোঃ মুক্তার হোসেনের মেয়ে। রুবির মরদেহটি ময়নাতদন্তের জন্য জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে ।