• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত – ৩ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সেনা জোন কর্তৃক অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ বান্দরবানে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি’র ৩ সদস্য নিহত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার লামা বাজার পুকুর সংষ্কার কাজ পুণরায় চালু দাবীতে মানববন্ধন  কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ একজন আটক: মোটরসাইকেল জব্দ রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা কাপ্তাই বিএসপিআই এ ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি

রাজধানীতে ধর্মীয় বয়ান দিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়া ‘বয়ান পার্টির’ ৪ সদস্য গ্রেফতার

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৮৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ধর্মীয় বয়ান দিয়ে নারীদের বোকা বানিয়ে সর্বস্ব লুটে নিত ‘বয়ান পার্টি’ নামে পরিচিত একটি প্রতারক চক্র। সম্প্রতি রাজধানীর রামপুরায় এক নারীকে বোকা বানিয়ে ২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সামনে আসে এই চক্রের নাম। এই চক্রের দলনেতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ বলছে, চক্রটি গত ৫ বছরে দুশোর বেশি নারীকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। তাদের টার্গেট বোরখা পড়া নারী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২২ জুলাই রাজধানীর রামপুরায় সকালে হাঁটতে বের হয়ে এই চক্রের খপ্পরে পড়েন এক নারী। ফুটেজে দেখা যায়, ওই নারীর মাথায়ও হাত বুলিয়ে দিচ্ছেন একজন। এরপর ১০ মিনিটের কথার পর বাসায় গিয়ে এক লাখ ১৮ হাজার টাকা, এক জোড়া স্বর্ণের দুল এনে চক্রটির হাতে তুলে দেন ওই নারী।

 

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমি বাসায় গিয়েছি। তারপর ওনারা এগিয়ে এলো। আমি ওদের হাতে কিছু টাকা দিয়েছি, তখন ওনারা বললো সোনা কিছু থাকলে নিয়ে আসেন। স্বর্ণের কিছু জিনিসও আমি দিয়েছি।’

মামলার পর তদন্তে নেমে একই ধরনের আরও অভিযোগ পেতে থাকেন গোয়েন্দারা। ২১ মে ভোরে দক্ষিণখানের বামের জামতলা এলাকার সিসিটিভি ফুটেজেও ওই চক্রের দেখা মেলে। সেখানেও এক নারীকে বোকা বানিয়ে প্রায় ১৬ লাখ টাকার জিনিসপত্র হাতিয়ে নেয় তারা।

ওই নারীর স্বামী সালেহ আহমেদ বলেন, ‘তারা বাসায় আসলো, তখন আমিও ছিলাম। আমার সাথে স্বাভাবিক আচরণ ছিলো। বাসায় যত গোল্ড, টাকা পয়সা ছিলো সব নিয়ে ওদের হাতে দিয়ে দিলো। পরে দুপুরের দিকে তার হুস হলো।’

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চক্রের ৭ জনকে শনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা ও মাদারীপুর থেকে।

গোয়েন্দা পুলিশ বলছে, চক্রটি বোরকা পরা নারীদের টার্গেট করে গতিরোধ করে। পরে একজন নিজেকে পীর পরিচয় দিয়ে ধর্মীয় বয়ান দেয়। এরপর পরিবার বিপদে আছে জানিয়ে ইমানের পরীক্ষার জন্য বাসায় রক্ষিত সব টাকা ও স্বর্ণালঙ্কার দান করে দেয়ার পরামর্শ দেয়। এর বিনিময়ে কয়েক মাসের মধ্যে চারগুন সম্পদ পাওয়ার প্রলোভন দেখায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেন, ‘মুখের কথায় তারা কনভিন্স করে। এমনভাবে কনভিন্স করে যে কিছু সময়ের জন্য তারা হিপনোটাইজড হয়ে যায়। ওই সময় তারা কি করে এটা তাদের মনেও থাকে না। দলনেতাকে জিজ্ঞেস করার পর সে বলেছে যে প্রায় ৫ বছর ধরে তারা এ কাজ করে আসছে। বাকী সদস্যরা কেউ দলে আসে আবার চলেও যায়।’

বয়ান পার্টির পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযানের পাশাপাশি এমন চক্র আরও আছে কি না, খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ