রাজধানীর মিরপুর ১ নং এলাকার বাস স্ট্যান্ডে প্রজাপতি নামে যাত্রীবাহী পরিবহনের বাসের ধাক্কায় মোঃ জিসান (১৭) নামে পরিস্থান পরিবহনের বাসের হেলপার নিহত হয়েছে।
রবিবার(০৬ আগস্ট)সকাল নয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে দুপুর সাড়ে বারোটার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মোঃ আমজাদ জানান, নিহত জিসান পরিস্থান নামে একটি যাত্রীবাহী বাসে হেলপার হিসেবে কাজ করতেন। আজ সকালের দিকে মিরপুর -১ নম্বর পরিস্থান নামের বাসটি স্ট্যান্ডে দাঁড়ায়ে থাকলে উল্টো সাইট থেকে এসে প্রজাপতি নামের একটি বাস জিসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে পুঙ্গ হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি, ভোলা জেলার বোরহানউদ্দিন থানার জয়া গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ মনির হোসেন। বর্তমানে শেওড়াপাড়া এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জিসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানা কে জানানো হয়েছে।