রাজধানীর পুরানা পল্টন এলাকা থেকে সুনীল রায় (৬০) নামে এক হকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ আগষ্ট) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এস আই) মনজুরুল হাসান খান জানান, সংবাদ পেয়ে আমরা পুরানা পল্টনের বায়তুল খায়ের নামে একটি মার্কেটের সিড়ির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা আশেপাশের লোকজন এবং ওই মার্কেটে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে জানতে পারি, গতরাতে ওই ব্যক্তিটি সিঁড়ির নিচে ঘুমিয়ে ছিল। সে ওই এলাকায় হকারি করে বিভিন্ন পণ্য বেচাকেনা করতো। মৃত ব্যক্তির সঙ্গে থাকা মোবাইল দিয়ে তার পরিবারের স্বজনদের সংবাদটি দেয়া হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যেই ঢাকা মেডিকেল আসছে বলে জানিয়েছেন। মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তথাপি মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, কুমিল্লার হোমনা এলাকায় তার দেশের বাড়ি বলে জানতে পেরেছে পুলিশ।