রাজধানীর তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি মার্কেটের সামনে মোঃ সবুজ মিয়া(৩৫)নামে এক লেগুনা চালককে এলো পাথারি কিল ঘুষি মেরে হত্যা করেছে অজ্ঞাত প্রাইভেটকারে থাকা কয়েক যুবক।
বুধবার (২ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত লেগুনা চালককে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী লেগুনা চালক মন্টু মিয়া জানান, নিহত সবুজ মিয়া পেশায় একজন লেগুনাচালক ছিলেন। আজ রাত সাড়ে দশটার দিকে বসুন্ধরা সিটি মার্কেটের পাশে ইউটিসি ভবনের সামনে রাস্তায় লেগুনা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে।এতে প্রাইভেট কারের সামনের গ্লাস ভেঙ্গে যায়। ঠিক তখনই ওই প্রাইভেট কারে থাকা ৪/৫ জন যুবক নেমে লেগুনাচালক সবুজ মিয়াকে এলোপাতাড়ি কিল-ঘুষিমেরে গুরুতর আহত করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। কিছুক্ষণ পর আমি লেগুনা চালিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই অচেতন অবস্থায় মন্টু পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,নিহত সবুজ মিয়া বরিশাল জেলার নলসিটি এলাকার রতন আলী খাঁনের ছেলে। বর্তমানে ফার্মগেট স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতো।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে লেগুনা চালক সবুজ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।