ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়ায় বজ্রপাতে মোছাম্মৎ হাফসা(৪) নামে এক শিশু দগ্ধ হয়েছে ।
মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে ইকুরিয়া পশ্চিমপাড়ায় এই ঘটনাটি ঘটে।
দগ্ধ শিশুর পিতা মোঃ আব্দুর রহিম জানান, আজ বিকেলে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছিল। তখন শিশু হাফসা আমাদের বাড়ির একতলার ছাদে ছিল।হঠাৎ করে বজ্রপাতে তাহার শরীরে আগুন ধরে গেলে গুরুতর দগ্ধ হয় সে। পরে দ্রুততাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি। তার শরীরে দগ্ধের পরিমাণটা এতটাই ছিল যে শিশুর কান্না কিছুতেই থামানো যাচ্ছে না।বর্তমানে শেখ হাসিনা বার্নের জরুরী বিভাগে তার চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, শিশু হাফসা স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ শাখার শিক্ষার্থী ।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম জানান, কেরানীগঞ্জ থেকে বজ্রপাতে দগ্ধ হয়ে শিশু হাফসা আমাদের এখানে এলে জরুরী বিভাগে তার চিকিৎসা ব্যবস্থা করা হয়। তার শরীরের ড্রেসিং শেষে তাকে অবজারভেশনে রাখা হবে। শিশুটির শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস