মুন্সিগঞ্জ সদরের চর মুক্তারপুর এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ফজল হক দেওয়ান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুলাই) পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মজনু দেওয়ান জানান,
ফজল দেওয়ান তেলের ব্যবসার পাশাপাশি গরুর খামারের ব্যবসা করতেন। আজ সকালের দিকে তার খামারে গরুকে খাবার দিচ্ছিলেন । এমন সময় সংবাদ পান তার ছোট ভাই লিটনকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোশারফ মারধোর করছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। ফজল হক তার ভাইকে কেন মারতেছে এ কথা মোশারফকে জিজ্ঞেস করা মাত্রই মোশারফের কাছে থাকা ধারালো অস্ত্রটি ফজলের বুকে ঢুকিয়ে দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সে ওখানে পড়ে থাকলে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ফজল হক দেওয়ান মুন্সিগঞ্জ সদরের চর মুক্তারপুর গ্রামের নুরুল হক দেওয়ানের ছেলে। তিনি এক মেয়ে তিন ছেলের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মুন্সিগঞ্জ সদর থানাকে জানিয়েছি।