রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ চলাকালীন সময় মঞ্চ ভেঙ্গে এক মহিলা সাংবাদিকসহ ছাত্রদল কর্মী আহত হয়েছে। আহরা হলেন,বাংলা টিভির সাংবাদিক শিউলি আক্তার (৪৪) ও ছাত্রদল কর্মী মোঃ নাঈম হোসেন(২২)।
শনিবার(২২ জুলাই)দুপুর পৌনে দুইটার দিকে ঘটনাটি ঘটে।পরে আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আস হয়।
জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদল কর্মী নাঈম হোসেনের বাম পা ভেঙে গেছে। অন্যদিকে শিউলি আক্তার পায়ের নখে হালকা আঘাত পেয়েছেন। বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে।
তাদেরকে নিয়ে আসা সহকর্মী হাবিব উদ্দিন জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে মঞ্চে ৩০-৩৫ জন ওঠা মাত্রই হঠাৎ মঞ্চটি ভেঙ্গে পরে।আমিও হালকা আহত হই পরে তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসি। নাইমে বাম পা ভেঙে গেছে তার চিকিৎসা চলছে ও বাংলা টিভির সাংবাদিক শিরিন আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালীন সময় মঞ্চ ভেঙ্গে এক মহিলা সাংবাদিক সহ এক ছাত্রদল কর্মী আহত হয়ে এসেছে।তাদের দুজনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসক জানিয়েছেন ছাত্রদল কর্মীর বাম পা ভেঙে গেছে তাকে ভর্তি দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অপরদিকে বাংলা টিভির সাংবাদিক শিরিন আক্তার কে চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস