• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে নিহত – ৩ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সেনা জোন কর্তৃক অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ বান্দরবানে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি’র ৩ সদস্য নিহত, অস্ত্র গোলাবারুদ উদ্ধার লামা বাজার পুকুর সংষ্কার কাজ পুণরায় চালু দাবীতে মানববন্ধন  কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ একজন আটক: মোটরসাইকেল জব্দ রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা কাপ্তাই বিএসপিআই এ ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ধর্মের ভিত্তিতে কোন ধরনের বিভাজন দেখতে চায়না জামায়াত: রামগড়ে অধ্যক্ষ আমিরুজ্জামান কাপ্তাইয়ে রুপসী কাপ্তাইয়ের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন – ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায়  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি

প্রেস ক্লাবে স্কুল শিক্ষকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৪১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। ফলে রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে কদম ফোয়ারা থেকে পুরানা পল্টন, দৈনিক বাংলা থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত দুই পাশের সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষকরা।

পুলিশের পক্ষ থেকে বারবার সড়ক উন্মুক্ত রাখার আহ্বান জানালো হলেও তা উপেক্ষা করেন তারা। এ সময় সড়ক দিয়ে যাতায়াতের চেষ্টা করলে সাধারণ পথচারীদের হেনস্তাও করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যসা।

গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। কর্মসূচির আজ সপ্তম দিনে প্রেস ক্লাব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত উভয় পাশের রাস্তা বন্ধ রয়েছে। যানবাহনগুলো ওই পথ এড়িয়ে বিকল্প পথে চলাচল করছে।

সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব এলাকায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা রাস্তায় অবস্থান শুরু করেন। এ অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষক নেতারা বলেন, ‘আমাদের একটাই দাবি–মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই। আজ সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক রাজপথে নেমেছেন। সব স্কুলে তালা ঝুলছে। আমাদের দাবি মানা না হলে স্কুলে তালা ঝুলবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, তিনি যেন শিক্ষকদের অসহায় আর্তনাদের দিকে তাকান।’

উল্লেখ্য, ১৯২১ খ্রিষ্টাব্দের ৬ ফেব্রুয়ারি অল বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশন (এবিটিএ) নামে সংগঠনটি যাত্রা শুরু করে। কালের পরিক্রমায় বিটিএ এখন দেশের প্রাচীনতম শিক্ষক সংগঠন। সেই থেকে শিক্ষকদের দাবিদাওয়া নিয়ে কথা বলে চলেছে সংগঠনটি।

পার্বত্যকন্ঠ নিউজে/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ