গাজীপুরের টঙ্গীতে নিরাপদ সড়কসহ পাঁচ দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
রোববার (১৬ জুলাই) বেলা ১১টায় টঙ্গীর কলেজ গেইট এলাকায় প্রথমে শিক্ষার্থীরা মানববন্ধন করে।
এই মানবন্ধনে টঙ্গী এলাকার একাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় শিক্ষার্থীদের শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটি প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। এ ব্যাপারে লিখিত আশ্বাসের দেয়া হলে প্রায় তিন ঘণ্টা পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয় বলে জানান গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ডিসি আলমগীর হোসেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহে কলেজ গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিন জন মারা যান।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস