মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
রাজধানীর শান্তিনগরে ডিবি পরিচয়ে এক কোটি ১২ লাখ টাকা ডাকাতির মামলায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সেনা ও পুলিশ বাহিনীর বরখাস্ত একজন করে সদস্য রয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ ছাড়া টাকা খোয়া যাওয়া প্রতিষ্ঠানের এক কর্মী ডাকাতদের তথ্য দিয়ে সহায়তা করেন।
দুই ভুক্তভোগীর বরাত দিয়ে জানা যায়, গেল ৬ জুলাই সকালে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ১ কোটি ১২ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যান দুই কর্মী। সেই তথ্য আগেই ডাকাতদের জানিয়ে দেয় প্রতিষ্ঠানটির এক কর্মী।
রিকশায় কিছুদূর যাওয়ার পর ডিবি পরিচয়ে ওই দুই কর্মীকে মাইক্রোবাসে তুলে নেয় দুই ডাকাত সদস্য। চোখ বেঁধে চালানো হয় নির্যাতন। টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে কেরানীগঞ্জের নির্জন জায়গায় ফেলে দেওয়া হয় তাদেরকে।
মামলার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছয় ডাকাতকে গ্রেপ্তার করে ডিবি। উদ্ধার হয় সাড়ে ৭ লাখ টাকা। জব্দ হয়, ওয়াকিটকি, পোশাক ও ডাকাতির অর্থে কেনা স্বর্ণালঙ্কার।
ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ বলেছেন, গ্রেপ্তারদের মধ্যে একজন বহিষ্কার সেনা ও পুলিশ সদস্য রয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে ব্যাংক পাড়ায় ডাকাতি করত। তবে চক্রের মূল হোতা কবির ও নয়ন মোল্ল্যা এখনও ধরাছোঁয়ার বাইরে।
চক্রের সব সদস্যের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে বারবার একই কাজ করে তারা।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস