• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ 

বেলছড়িতে বিজিবির মতবিনিময় ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

মো: আরিফুল ইসলাম, (মাটিরাঙ্গা) খাগড়াছড়ি  / ১৭৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ পলাশপুর জোন ৪০ বিজিবির আওতায় বেলছড়ি বিওপির চোরাচালান নিরোধ, আইন শৃংখলা নিয়ন্ত্রণ মতবিনিময় ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেলছড়ি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ কর্মশালায় বেলছড়ি কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার খন্দকার মো: হানিফ উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ।

এসময় বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান । কর্মশালায় বেলছড়ি কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার খন্দকার মো: হানিফ উদ্দিন বলেন, মাদক নির্মূলে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত আছে, ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরাে টলারেন্স অবস্থানে রয়েছে। মাদক সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। যাদের মাদক কারবারিদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ততা রয়েছে তাদের তালিকাও রয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে সীমান্তে চোরাচালান নিরোধে সহযোগিতা করার জন্য সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেলছড়ি বিওপির হাবিলদার মাসুম, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন, বেলছড়ি বিওপির বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ