• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

মাটিরাঙ্গায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী : মশক নিধনে নেই উদ্যোগ

স্টাফ রিপোর্টার / ১৫৭ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩

সারা দেশের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগী। পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান না থাকায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। গেল জুন মাসে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ২২জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৮জন। ইতিমধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ডেঙ্গুর হটস্পটে পরিনত হয়েছে। সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা করতে না পারলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, ডেঙ্গু রোগীদের মশারি টানিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান না থাকার কারনে ডেঙ্গু পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চৌধুরীপাড়ার বাসিন্দা মো. মমিনুল হক বলেন, হাসপাতালপাড়া ও চৌধুরীপাড়ার পাশাপাশি ধলিয়া খালে ময়লা-অবর্জনার কারনে মশা বাড়ছে। কিন্তু ময়লা আবর্জনা পরিস্কারে কোন উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। অন্যদিকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপাউন্ডে ময়লার স্তুপ থেকেই মশার উৎপত্তি হচ্ছে জানিয়ে আব্দুল জলিল ও হারুন মিয়া বলেন, বাইরে মশা উৎপাদনের কারখানা রেখে ভিতরে চিকিৎসা দিয়ে কি হবে।

তবে মশক নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, কোরবানীর ঈদের পর হঠাৎ করেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। আমরা দু‘এক দিনের মধ্যেই মশক নিধনে আমাদের লোকজন মাঠে নামবো।

স্থানীয় বাসিন্দা মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, গেল কোরবানীর ঈদের ছুটিতে ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে লোকজন আসার পরই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে জেলার বাইরে থেকে আসা লোকজনই ডেঙ্গুর ভেক্টর নিয়ে এসেছেন। জনবসতিপুর্ন এলাকায় স্বচ্ছ পানিতে ডেঙ্গুর লার্ভা জন্মাতে পারে বলেও জানান তিনি। জ্বর হলেই হাসপাতালে গিয়ে পরিক্ষার আহবান জানিয়ে প্রচুর পরিমান তরল খাবার খাওয়ার পরামর্শ এ চিকিৎসকের।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ