রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ পুরিয়া হেরোইন ও ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ই জুলাই) সকালে দৌলতদিয়ার হ্যাচারীজ ও পুরাভিটা এলাকা হতে আটক করা হয়।
আসামিরা হলো, উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার সালমা বাড়ীওয়ালীর ভাড়াটি মাদক ব্যবসায়ী ১। রোকেয়া বেগম (৪৬), কে ৬০ পুরিয়া হেরোইন, যার মূল্য অনুমান ৬০ হাজার টাকা ও দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীজ এর সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এর উপর চেকপোষ্ট করে বাসের যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ২। রাসেল আহম্মেদ (২০), কে গ্রেফতার করে পুলিশ। সে সিরাজগঞ্জ জেলা সদরের শিমলা গ্রামের আব্দুল সালাম মেল্লার ছেলে। তাকে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট, যার মূল্য অনুমান ১ লাখ ২০ হাজার টাকা।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় এই দুইজন মাদক কারবারি মাদক সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস