রাজধানীর মগবাজার মোড়ে ফ্লাইওভারের ওপর থেকে ফেলা হঠাৎ করেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাকির হোসেন (৫৫) নামে একজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) রাত ১০টার দিকে মগবাজারের দিলু রোডে এ ঘটনা ঘটে। এসময় আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়।
হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুস কুদ্দুস জানান, মগবাজার দিলু রোডে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আরও একটি ককটেল ছিল, তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।
বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল দুটি ফেলা হয়েছে। এরমধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অপরটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে আছে।
অপরদিকে শেখ হাসিনা বার্ন ইউনিটের রিসিপশনে কর্মরত মোঃ রফিকুল ইসলাম জানান, গত রাত দুইটার দিকে হাতিরঝিল থানার এক পুলিশ সদস্য মগবাজারে ককটেল বিস্ফোরণে আহত ওই ব্যক্তিকে শেখ হাসিনা বার্নে নিয়ে এলে জরুরী বিভাগে তার চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে ২ শতাংশ দগ্ধ হয়েছিল। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা শেষে হাতিরঝিল থানার ওই পুলিশ সদস্য আহত ব্যক্তিকে নিয়ে চলে যান।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস