কুড়িগ্রামের রাজীবপুর সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন লেগে প্রায় ৮ কােটি টাকার ক্ষতি হয়েছে। রােববার সকালে উপজেলার কােদালকাটি ইউনিয়নের কানশিয়া সােলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পে এ ঘটনা ঘটে।
এতে বন্ধ হয়ে গেছে ওই প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ৩০০টি পরিবার। প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, সকালে ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফারণ ঘটে। এতে মালমাল পুড়ে প্রায় ৮ কাটি টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, এ বিদ্যুৎ প্রকল্প থেকে কােদালকাটি চরের ৩০০ পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, ঘটনাস্থলের চারপাশে নদী থাকায় আমরা যেতে পারিনি। যোগাযোগ করলে তারা (গ্রিড কর্তৃপক্ষ) বলেছেন, আপনারা আসার আগেই আগুন নিভে যাবে।’
স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে উপজেলার কােদালকাটি ইউনিয়নের কানশিয়া সােলার প্যানেল সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যাটারি অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফারণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রকল্পের ২৮৮টি ব্যাটারি, ৮টি অবগ্রিট মেশিন, ৮টি অনগ্রিট মেশিন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া অন্যন্য জিনিসপত্রও পুড়ে যায়। এতে প্রায় ৮ কােটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কানেশিয়া সোলার মিনি গ্রিড প্রকল্পটি ৩৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন। ২০১৮ সালে ইডকলের অর্থায়নে ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি চালু করা হয়। এক্সিলোন বাংলাদেশ লিমিটেড কোম্পানি প্রকল্পটি পরিচালনা করে আসছে। হাইব্রিড সিস্টেম এই বিদ্যুৎকেন্দ্র থেকে দিনে ও রাতে ৪২০টি পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস