সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা উসামাহ আল-মুহাজিরকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। রোববার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত শুক্রবার এমকিউ-৯ নামের রেপার ড্রোন দিয়ে সিরিয়ার পূর্বাঞ্চলে এ হামলা চালানো হয়। এই ড্রোনকেই তাড়া করেছিল রাশিয়ার উড়োজাহাজ। শুক্রবারের হামলায় বেসামরিক কেউ নিহত হননি। তবে আহত হতে পারে।
তবে নিহত হওয়া ব্যক্তি যে উসামাহ আল-মুহাজির, তা কীভাবে নিশ্চিত করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলেনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তাঁর সম্পর্কে অন্য কোনো তথ্যও দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেন, ‘এটি আমরা বহুবারই বলেছি, এ অঞ্চল থেকে আইএস সরাতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস