• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ পদ্মায় জেলের জালে ধরা এক চিতল বিক্রি হলো ২২ হাজার টাকা বাঙ্গালহালিয়াতে অটোরিক্সা চালক কল্যাণ এসোসিয়েশন ২০২৪ইং নির্বাচন সম্পন্ন পাহাড়ি-বাঙ্গালির মধ্যে পারস্পারিক বিশ্বাস, সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান- ওয়াদুদ ভূঁইয়া রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন সোনাগাজীতে কৃষকদের মাঝে সার বীজ ও নগদ অর্থ  বিতরণ  গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা নৈতিক ও উত্তম চরিত্র গঠনেও ভূমিকা রাখে- ইউএনও মনজুর আলম মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

ইমাম নিয়োগকে কেন্দ্র করে মাটিরাঙ্গায় ইমাম-ওলামা ও মুসল্লীদের স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার / ১৫০ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩

পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান ও খাগড়াছড়ি ২৯৮নং আসনের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বরাবরে মাটিরাঙ্গার মুসল্লী ও ইমাম-ওলামাদের পক্ষে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

৮ জুলাই ২০২৩ দুপুরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান শেষে হলরুমের বাহিরে অবস্থানকালের প্রধান অতিথির নিকট এই স্মারকলিপি প্রদান করেন ইমাম- ওলামা ও মুসল্লীদের একটি প্রতিনিধিদল। এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

স্বারকলিপিতে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে নির্মিত মাটিরাঙ্গা মডেল মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগে দুর্নীতির আশ্রয় নিয়ে বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ প্রদান করায় বিগত ১৫ জুন ২০২৩ ইং তারিখের নিয়োগ কার্যক্রম বাতিল করিয়া পুনরায় নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।
ঘটনার বিবরনে জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর লোকমুখে একজন নির্দিষ্ট বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে মর্মে খবর প্রকাশ হলে এলাকায় ধর্মপ্রাণ সাধারন মুসল্লীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মাটিরাঙ্গা পৌরসভাধীন ইমাম-খতিব আলেম ওলামাগন খাগড়াছড়ি জেলা প্রসাশক বরাবরে সুষ্ঠুভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি আবেদন করিলে জেলা প্রশাসক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

এ ছাড়াও স্বারকলিপির ৩ নং কলামে উল্লেখ করা হয়েছে, স্বানীয় মুসল্লীদের মতামত উপেক্ষা করে নিয়োগ কমিটির সদস্য সচিব ও মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আল আমিন বিতর্কিত ঐ ব্যক্তি মোঃ মামুনুর রশিদকে নিয়োগে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর সংবাদ লোকমুখে জানার পর ১৪ জুন ২০২৩ তারিখে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে জনস্বার্থে এলাকার মুসল্লীগনের পক্ষে একটি আাবেদন করা হয়।

৩১ মে ২০২৩ ও ১৪ জুন ২০২৩ তারিখের আবেদন উপেক্ষা করে গত ১৫ জুন ২০২৩ তারিখে বিতর্কিত ও জাল অভিজ্ঞতার সনদধারী মোঃ মামুনুর রশিদকে নিযোগ কমিটি চুড়ান্তভাবে নির্বাচিত করায় একই তারিখে এলাকাবাসীর পক্ষে স্থানীয় পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর তফিকুল ইসলাম জেলা প্রশাসক খাগড়াছড়িকে অবগত করে নিয়োগ বাতিলের আবেদন করেন। সবশেষে এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মুসল্লিদের মাঝে বিরাজমান ক্ষোভ নিরসন ও শান্তি সমপ্রীতি বজায রাখতে মাটিরাঙ্গা মডেল মসজিদে পুনরায় ইমাম, মোয়াজ্জিন ও খাদেম নিয়োগ কার্যক্রম গ্রহনের আবেদন জানানো হয়।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ