মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে পশ্চিমাদের হস্তক্ষেপকে ‘নব্য উপনিবেশবাদ’ বলে আখ্যায়িত করেছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড টুইটার পেজে এ মন্তব্য করা হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই টুইটার পোস্টে বলেছে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়ে একটি চিঠি প্রকাশ করেছে ইউরোপ এবং আমেরিকা কতিপয় রাজনীতিবিদ। এটি হচ্ছে নব্য উপনিবেশবাদ এবং একটি স্বাধীন দেশে নির্লজ্জ হস্তক্ষেপের আরেকটি অপপ্রয়াস।
এর আগে গত ১২ জুন বাংলাদেশে অবাধ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে ভূমিকা রাখতে আহ্বান জানিয়ে একটি চিঠি দেন ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য। একইসঙ্গে সম্ভব হলে সেই নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।
চিঠিতে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে মুক্তি এবং চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধানের জন্য বিএনপিসহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
চিঠিদাতারা হলেন—ইভান স্টিফেনেক (স্লোভাকিয়া), মিকেইলা সিজদ্রোভা (চেক প্রজাতন্ত্র), অ্যান্দ্রে কোভাচভ (বুলগেরিয়া), কারেন মেলচিয়র (ডেনমার্ক), হ্যাভিয়ের নারত (স্পেন) ও হেইডি হাউতালা (ফিনল্যান্ড)।
পার্বত্যকণ্ঠ নিউজ/এম এস