• বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ দেড় যুগ পর কাল মানিকছড়িতে বড়সড় আয়োজনে বিএনপি’র সম্প্রীতি সমাবেশ লংগদুতে কৃষি ব্যাংকের ভুয়া ঋণের ফাঁদে আটারকছড়া ইউনিয়নের শতাধিক পরিবার ১২ লক্ষ্য টাকা আত্মসাতের অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কোর্টে মামলা খাগড়াছড়ি জেলা পরিষদে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর প্রশংসনীয় উদ্যোগ: দূর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় স্কুল ঘর নির্মাণ রোয়াংছড়ির সহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান টহল কার্যক্রম পরিচালনায় -ক্যাম্প কমান্ডার মেজর ইয়াসিন মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক আটক মনাটেক যাদুগানালা মৎস চাষ সমবায় সমিতির আমন্ত্রণে পার্বত্য উপদেষ্টার আগমন মহালছড়িতে লামায় ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

লামার সরই ইউনিয়নে ১৭০ পিস ইয়াবা সহ আটক-৩

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৯১২ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

লামা উপজেলার সরই পুলিশ ফাঁড়ির অভিযানে ১৭০ পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতরাতে (২৮ আগস্ট দিবাগত রাত) ১০টায় সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড কম্পনিয়া এলাকার রেথোয়াই মার্মার বাড়ির সামনে লামা সুয়ালক সড়কে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, মোঃ আলমগীর হোসেন (২৯) পিতা- আব্দুর রব, মাতা-আছিয়া বেগম, গ্রাম- বাজার পাড়া, ০৪ ওয়ার্ড, সরই ইউনিয়ন, থানা-লামা, ২। মোহাম্মদ দিদারুল হক (২৫), পিতা-মোঃ ফরিদুল আলম, মাতা-রাশেদা বেগম, সাং-দক্ষিন পুটিবিলা (খুলু মিয়া চৌকিদারের বাড়ী), ০১ নং ওয়ার্ড, ০৭নং পুটিবিলা ইউনিয়ন, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ কালু (২২) পিতা-মৃত আব্দুল মালেক, মাতা-মমতাজ বেগম, সাং- সওদাগর পাড়া ০১নং ওয়ার্ড, লোহাগাড়া ইউনিয়ন, থানা-লোহাগাড়া।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরই ফাঁড়ি পুলিশ জানতে পারে, লামা হতে কতিপয় ৩ জন মাদক ব্যবসায়ী মাদক নিয়া কেয়াজুপাড়া অভিমুখে আসিতেছে। তাদের উল্লেখিত স্থানে মোটর সাইকেলের গতিরোধ করতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সঙ্গীয় পুলিশ সহ ধাওয়া করে তিন জনকে আটক করি। এসময় তিনজনকে আটক করে জনসম্মুখে তল্লাশি করলে ১নং আসামী মোঃ আলমগীর হোসেন এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির কোচা হইতে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩নং আসামী মোঃ কালু এর দেহ থেকে ৭০ পিস সর্বমোট ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫১ হাজার টাকা। এছাড়া ইয়াবা পরিবহণ কাজে ব্যবহৃত একটি নীল সাদা রং এর Apache RTR 4V 160 সিসি মোটর সাইকেল, যাহার নম্বার প্লেটে চট্টমেট্রো- ল-১৬-৯৩৪৩ লেখা আছে, যাহার ইঞ্জিন নং-AE7FK2701065, চেসিস নং-PS637AE75L6B18586 আটক করা হয়।

সরই পুলিশ ফাঁড়ির এসআই মোঃ মফিজুল ইসলাম বলেন, ওসি লামা থানা এবং ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ দেলোয়ার হোসেন এর পরামর্শ ও নির্দেশনায় এই অভিযান পরিচালনা করি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ধৃত আসামীরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ও স্বজ্ঞানে ইয়াবা ট্যাবলেট মোটর সাইকেলে পরিবহন এবং সহযোগীতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক)/৩৮/৪১ ধারার অপরাধ করে। বিষয়টি আমলে নিয়ে মামলা দায়ের করা হয়।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ