জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮আগষ্ট-২২ ইং রোজ বৃহস্পতিবার বেলা ১১.০০ঘটিকার সময় লংগদু উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে লংগদু উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু,র, সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি মোঃসেলিম,র, সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি,
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার মধ্যে দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের সুচনা করে। পাকিস্থানের গুপ্তচররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদনের জন্য দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জনাব রফিকুল মওলা, রাঙ্গামাটি জেলার সাবেক বন ও পরিবেশ সম্পাদক, অভয় প্রকাশ চাকমা, মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলী,
লংগদু উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, লংগদু উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ছাদেক হোসেন, মহিলা আওয়ামী লীগের নেত্রী তানিয়া আফরোজ হাওয়া সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত হয়।
এর আগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ।
এম/এস