ছোটন বিশ্বাস।। রাঙামাটির লংগদুতে ইউপিডিএফ (গনতান্ত্রিক) অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলার গাদছড়া এলাকায় অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা। তিনি বলেন,’ পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের কোন বিকল্প নেই।” পার্বত্য চট্টগ্রাম চুক্তি ” বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে এগিয়ে আসতে হবে।”
এসময় করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু এনরিক বলেন, ” পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে কেবল আদিবাসীদের মাতৃভাষা বই দেওয়া হয়েছে কিন্তু শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি।” তাই আদিবাসী শিক্ষার্থীরা তাদের মাতৃভাষা শেখার থেকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়ে তিনি সকল আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে সুদৃষ্টি দেওয়ার আহবান জানান। ”
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রবেশ চাকমা, রাঙামাটি জেলা কমিটির সদস্য সয়েন চাকমা, বাঘাইছড়ি উপজেলার সমন্বয়ক প্রত্যয় চাকমা, লংগদু উপজেলার আহবায়ক শ্রী রুবেল চাকমা
আরো উপস্থিত ছিলেন বন্ধু প্রতীম সংগঠন জেএসএস ( এম. এন.লারমা)-র লংগদু থানা শাখার সভাপতি সুশীল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।