• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের পরিপত্রের জটিলতায় গুইমারাতে নতুন ভোটার হতে পারছেনা বাঙালীরা গোয়ালন্দ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দীঘিনালায় স্কাউটস এর ত্রি- বাষিক কাউন্সিল অনুষ্ঠিত রামগড়ে গভীর রাতে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তির তিন লাখ টাকা জরিমানা  মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, আওয়ামীলীগ নেতা গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ বান্দরবানে ৩০ জানুয়ারি উদ্বোধন হতে যাচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বান্দরবানে ওএমএস কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক মাইসছড়িতে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান জেলা প্রশাসকের খাগড়াছড়িতে আসছেন সাঈদীর কন্ঠের ওয়ায়েজ মাওলানা গোলাম আযম সিন্দুকছড়ি জোনের মানবিক সহায়তা ও বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সাবেক হুইপ সামশুল হকের স্বপরিবারে ব্যাংক হিসাব তলব দুদকের 

মহিউদ্দীন চৌধুরী, পটিয়া সংবাদদাতা, (পটিয়া) চট্টগ্রাম: / ৮৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

আলাদিনের চেরাগের মতো রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া পটিয়ার সাবেক বিতর্কিত এমপি ও হুইপ  সামশুল হক চৌধুরী ওরফে বিচ্ছুকে নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় উঠেছিল। তাঁর মত রাজনীতিতে আদর্শ বিচ্যুত অনুপ্রবেশকারীদের অনিয়ম দুর্নীতির কারণে আওয়ামী লীগের আজ করুণ অবস্থা। তার নানা বিতর্কিত কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
আওয়ামী লীগের সুসময়ে এমপি মন্ত্রী হয়ে সম্পদের পাহাড় গড়েছেন সামশুল হকরা। কিন্তু দলের দু:সময়ে মামলা মোকদ্দমা জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে কারাগারে যাচ্ছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমদের মত অসংখ্য ত্যাগী নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে পটিয়ায় দলের ত্যাগী নেতাকর্মীরা মামলা হামলার শিকার হলেও খোঁজখবর নিচ্ছেন না সামশুল হক চৌধুরীসহ সুবিধাভোগী কোন জন প্রতিনিধি।

চট্টগ্রাম -১২ পটিয়ার সাবেক বিতর্কিত এমপি ও হুইপ সামশুল হক চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে দুর্নীতি বিরোধী সংস্থা
দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১২ পটিয়ার সাবেক বিতর্কিত হুইপ ও  সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ড,এলজিইডি,সড়ক ও জনপদ বিভাগের কাজে প্রকৃত মূল্যের চেয়ে শতকরা ৪০ থেকে ৫০ ভাগ বেশি দরে প্রাক্কলন তৈরী করে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, মাদক চোরাকারবারির নিকট হতে কমিশন গ্রহণ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১(পটিয়া)’র সাবেক বহিস্কৃত চেয়ারম্যান আলমগীর খালেদের মাধ্যমে বিলের উপর অতিরিক্ত অর্থ আদায়সহ পল্লী বিদ্যুৎ,পানি উন্নয়ন বোর্ড,সড়ক ও জনপদ, এলজিইডি সহ বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্নসাৎ পূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে ।

দুদকের মহাপরিচালক (তদন্ত-২) এর সিদ্ধান্ত মতে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সামশুল হক চৌধুরী, তার স্ত্রী মিসেস কামরুন নাহার চৌধুরী, ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন,মেয়ে তাকলিমা নাছরিন চৌধুরী,তাহমিনা নাসরিন চৌধুরী,ভাই ফজলুল হক চৌধুরী, মজিবুল হক চৌধুরীর নামে দেশের সকল ব্যাংকের যে কোন শাখায় কোন সঞ্চয়ী/চলতি/এফডিআর/ডিপিএস/ঋণ/লকার/সঞ্চয়পত্র বা অন্য কোন হিসাব থেকে থাকলে সেগুলোর হিসাব বিবরণী এবং তৎসংক্রান্ত রেকর্ডপত্র/তথ্যাদির সত্যায়িত কপি অতীব জরুরি বিবেচনা করে সরবরাহের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দিতে সংশ্লিষ্ঠদের অনুরোধ করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলার উপ পরিচালক আতিকুল আলম জানান, সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে আমরা তদন্ত শুরু করেছি মাত্র। তার ব্যাপারে সব দপ্তরে তদন্ত করা হবে। অনিয়ম দুর্নীতির সন্ধান পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ