• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু লামায় রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার রামগড়ে রংতুলি একাডেমি’র ঈদ নববর্ষ বৈসাবি পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত আকবর জেল হাজতে ৬ দফা দাবি আদায়ের সমর্থনে: কাপ্তাই বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র মানব বন্ধনে বক্তারা- ফ্যাসিস্টদের পূনর্বাসন করতে দেওয়া হবেনা

মহিউদ্দীন চৌধুরী, পটিয়া সংবাদদাতা, (পটিয়া) চট্টগ্রাম: / ১৩৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মহিউদ্দীন চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রাম সহ সারা দেশে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পটিয়া থানার মোড়ে আয়োজিত এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী।

উপজেলা সমন্বয়ক মাহবুব উল্লাহ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সমন্বয়ক কাসেম আল নাহিয়ান, সাকিব আলম, তালহা তাকিম, আশরাফুল ইসলাম তৌকির, সাইফুল ইসলাম, আহমদ মুসা, আবু মুসা, মাসুদ, আরিফ, আমির হোসেন আধ্যেতা প্রমুখ।

এই সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যের মাধ্যমে ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ কে ক্ষমতায় মসনদ থেকে বিদায় দিয়েছে , আজ তাঁরা বিভিন্ন মহলের ছত্রছায়ায় পূর্ণবাসন হওয়ার চেষ্টা করছে, চট্টগ্রামসহ সারাদেশে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী নেতৃত্বদানকারী সহযোদ্ধাদের গুপ্ত হত্যার মত নিন্দনীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন।

তাঁরা আরো বলেন, পটিয়ায় প্রশাসন কিছু দিন পর পর কয়েক জন কে গ্ৰেপ্তার করলেও আওয়ামী ফ্যাসিস্ট লীগের বড় বড় দোষর রা এখনো রাস্তায় প্রকাশ্যে ঘুরে ফেরা করছেন। আমরা প্রশাসনকে জানিয়ে রাখতে চাই পটিয়ার মত একটা জায়গায় আপনারা ফ্যাসিস্টদের পূনর্বাসন করতে পারবেননা।

এছাড়াও আওয়ামী দোসররা চট্টগ্রাম প্রেস ক্লাবের মত পটিয়া ক্লাবকেও আওয়ামী ফ্যাসিস্টদের আকড়ায় পরিনত করেছে। আমরা এই ফ্যাসিস্টদের অবিলম্বে সরিয়ে পটিয়া প্রেস ক্লাবকে একটি স্বাধীন গনমাধ্যমকর্মীদের হাউজে পরিনত করতে উপজেলা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সময় বক্তারা ছাত্র হত্যা বিচার নিশ্চিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মানব বন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের’র পটিয়া প্রতিনিধি, সর্বস্তরের ছাত্র জনতা, ছাত্র শিবিরের প্রতিনিধি, ছাত্রদলের প্রতিনিধি সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ