মহিউদ্দীন চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রাম সহ সারা দেশে জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'র উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পটিয়া থানার মোড়ে আয়োজিত এই মানব বন্ধনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী।
উপজেলা সমন্বয়ক মাহবুব উল্লাহ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সমন্বয়ক কাসেম আল নাহিয়ান, সাকিব আলম, তালহা তাকিম, আশরাফুল ইসলাম তৌকির, সাইফুল ইসলাম, আহমদ মুসা, আবু মুসা, মাসুদ, আরিফ, আমির হোসেন আধ্যেতা প্রমুখ।
এই সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলের ঐক্যের মাধ্যমে ১৬ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ কে ক্ষমতায় মসনদ থেকে বিদায় দিয়েছে , আজ তাঁরা বিভিন্ন মহলের ছত্রছায়ায় পূর্ণবাসন হওয়ার চেষ্টা করছে, চট্টগ্রামসহ সারাদেশে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী নেতৃত্বদানকারী সহযোদ্ধাদের গুপ্ত হত্যার মত নিন্দনীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন।
তাঁরা আরো বলেন, পটিয়ায় প্রশাসন কিছু দিন পর পর কয়েক জন কে গ্ৰেপ্তার করলেও আওয়ামী ফ্যাসিস্ট লীগের বড় বড় দোষর রা এখনো রাস্তায় প্রকাশ্যে ঘুরে ফেরা করছেন। আমরা প্রশাসনকে জানিয়ে রাখতে চাই পটিয়ার মত একটা জায়গায় আপনারা ফ্যাসিস্টদের পূনর্বাসন করতে পারবেননা।
এছাড়াও আওয়ামী দোসররা চট্টগ্রাম প্রেস ক্লাবের মত পটিয়া ক্লাবকেও আওয়ামী ফ্যাসিস্টদের আকড়ায় পরিনত করেছে। আমরা এই ফ্যাসিস্টদের অবিলম্বে সরিয়ে পটিয়া প্রেস ক্লাবকে একটি স্বাধীন গনমাধ্যমকর্মীদের হাউজে পরিনত করতে উপজেলা প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই সময় বক্তারা ছাত্র হত্যা বিচার নিশ্চিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
মানব বন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের'র পটিয়া প্রতিনিধি, সর্বস্তরের ছাত্র জনতা, ছাত্র শিবিরের প্রতিনিধি, ছাত্রদলের প্রতিনিধি সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত