মো: হাবীব আজম, ব্যুরো প্রধান, রাঙামাটি:
অদ্য ০৭ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক রাত তিনটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদর জোন এর বিএ-১০৫৮৩ ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী এর নেতৃত্বে ১০*বি টাইপ পেট্রোল নিয়ে বন্দুকভাঙ্গা ইউনিয়নের চিতারডাক এলাকায় গমন করে।
উক্ত এলাকা হতে ১.০.২২ মিঃ মিঃ রাইফেল, ১ম্যাগাজিন, ২০ রাউন্ড ০.২২ মিঃ মিঃ রাইফেল এ্যামোনিশন এবং ১সিলিং উদ্ধার করা হয়।
উল্লেখ্য, একজন ইউপিডিএফ সশস্ত্র সদস্য আত্মসমর্পন করার কথা থাকলেও পরবর্তীতে আত্মসমর্পণ না করে পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। রাঙামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী, এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।