ঝুলন দত্ত, কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসাবে রবিবার (১জুন) রাজস্থলী উপজেলাধীন ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙনে ১ হাজার ৭৬৩জন টিসিবি কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়েছে।
ঘিলাছড়ি ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা টিটু চৌধুরী ও ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান এর প্রতিনিধি ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার সহ উপস্থিত থেকে কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এসময়, টিসিবির ডিলার জিকো বড়ুয়া, মহিলা সদস্যা রোজি মালা তনচংগ্যা উপস্থিত ছিলেন।
রাজস্থলী উপজেলা( ভারপ্রাপ্ত) প্রকল্প বাস্তবায়ন কমকর্তা শফিকুল ইসলাম জানান, ৪৭০ টাকার বিনিময়ে প্রতিজন কার্ডধারীকে ৫ কেজি চাউল, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার তেল তুলে দেওয়া হয়েছে। অন্য দুইটি ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবি পণ্য বিতরণ করা হবে।রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র টি, সি,বি বিতরণে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি দেখেছি সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবি পণ্য নিয়ে যাচ্ছে জনসাধারণ।