দীর্ঘ সংগ্রামের পর দুই ডিসেম্বর ১৯৯৭ সালে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। শান্তি চুক্তির আলোকে ১৯৯৯ সালের ২৭ মে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনএক্স ভবনে সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বেসামরিক পরিবহণ পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি বীর বাহাদুর এমপি, বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি শ্রীমতী জ্বরতী তংচঙ্গা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সচিব মশিউর রহমান এনডিসি।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেবেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ প্রতিষ্ঠার ২৫ বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক গৌতম কুমার চাকমা।
এছাড়াও উপস্থিত থাকবেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী শিশির চাকমা, বাংলাদেশ মানবাধিকার কমিশন সদস্য কংজরী চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য জোয়াম লিয়ান আমলাই, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়সহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।