• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

আইনশৃঙ্খলা বাহিনীর মৌজা হেডম্যান, কার্বারি ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :- / ১৩৯ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
শুক্রবার (২৪ মে) সকাল ১০ টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, বিশেষ অতিথিদের মধ্যে জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল

আসাদুজ্জামান, ২৭ বিজিনি মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ওমর ফারুক, ৩৭ বিজিবি রাজনগর জোনের মেডিকেল অফিসার মেজর মোঃ সাদমান, রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সহকারী সিনিয়র পুলিশ সুপার আব্দুল আওয়াল, এছাড়াও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, সাজেক থানার অফিসার ইনচার্জ আবুল হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বেলাল হোসেন এর সঞ্চালনায় প্রার্থীদের মধ্যে মতামত প্রকাশ করেন চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা ও অলিভ চাকমা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) প্রার্থী আব্দুল কাইয়ুম, আনোয়ার হোসেন, দিপ্তীমান চাকমা ও মনসুর আলী, ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থীদের মধ্যে সাগরিকা চাকমা। প্রার্থীরা তাদের বক্তব্যে বলেন বাঘাইছড়ি উপজেলা দেশের অন্যতম প্রত্যন্ত ও পিছিয়ে পড়া একটি উপজেলা প্রতিবারই উপজেলা পরিষদ নির্বাচনে কোননা কোন ঝামেলা হয়েই থাকে বিশেষ করে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৮জন ভোট গ্রহণ কর্মকর্তা নিহত ও ৩০ জন আহত হওয়ার যে ঘটনা রয়েছে তার পুনরাবৃত্তি যেন না ঘটে এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান। চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা নির্বাচনে র‍্যাব মোতায়নের দাবী জানান, কেন্দ্র দখলের কোন ঘটনা যেন না ঘটে এবং ভোট কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর অনুরোধ করেন অপর চেয়ারম্যান প্রার্থী সুদর্শন চাকমা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সম্ভব হলে উপজেলার সব কেন্দ্রের জন্য ম্যাজিস্ট্রেট মোতায়নের দাবী জানান এবং কোন ভোটারকে কেন্দ্রে আসতে বাধা প্রদান করা না হয় সে বিষয়ে নজর রাখার আবেদন জানান।

নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি জেলায় ১ম ও ২য় ধাপে ৭টি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করেছি প্রতিটি উপজেলায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তারই ধারাবাহিকতায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশ্বাস প্রদান করেন৷

জেলা সিনিয়র নির্বাচন অফিসার মনির হোসেন বলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমরা সবাই অতিরিক্ত নিরাপত্তা জোরদার সহ সুষ্ঠ নির্বাচনের জন্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করছি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করছি

জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বাঘাইছড়ি উপজেলার ইতিহাসে বিগত সকল নির্বাচনের চেয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ এবং নিরাপত্তাময় একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, তিনি আরো বলেন ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা ওই কেন্দ্রের ভোট বর্জন করে পূনরায় অতিরিক্ত ফোর্স মোতায়ন করে ভোট গ্রহণ করবো

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, আমরা প্রার্থীদের আশ্বস্ত করতে চাই একটি সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর এবং আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন বিশেষ করে প্রত্যক কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হবে, প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এছাড়াও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আরো প্রয়োজনীয় ব্যবিস্থা গ্রহণ করা হবে, তিনি নিশ্চিত করে বলেন এবারের নির্বচন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবেনা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা যেভাবে বাস্তবায়ন করেছি এবার উপজেলা পরিষদ নির্বাচন আরো সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে আশা করছি আগামী ২৯ মে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ