এম মহাসিন মিয়া (স্টাফ রিপোর্টার) খাগড়াছড়ি
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের সাজেক অদ্বীতি পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া পুরুস্কার বিতরণ করেছে ৬ বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট সেনা জোন।
২০ মে (সোমবার) সকাল ১০টায় সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়ে যাওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৪ এর পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের সভাপতি ও বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খাঁনের সভাপতিত্বে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি)।
প্রধান অতিথির বক্তব্যে সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি) বলেন, ভবিষ্যতে শিক্ষার পাশাপাশি ক্রিড়া অনুষ্ঠান আরো সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে সকল ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি করেন জোন কমান্ডার বাঘাইহাট জোন।