ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তেরী ও পণ্যের গায়ে মেয়াদ উল্লেখ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মা মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা এবং ৩৭ ধারায় তানহা সুইটসকে ২ হাজার টাকা সহ সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টা হতে ১২ টা ৪০ পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেবনাথ এই অভিযান পরিচালনা করেন।
এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: ইলিয়াস ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।