• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

জাতীয় শিক্ষা সপ্তাহে কাপ্তাই উপজেলা পর্যায়ে ৫২ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ 

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: / ১৯৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ রাঙামাটির  কাপ্তাই উপজেলা পর্যায়ে ৫২ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন   নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই। তৎমধ্যে ১২ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব এবং ৪০ টি ইভেন্টে  সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কাপ্তাই উপজেলা পর্যায়ে মূল্যায়ন কমিটি বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করে থাকেন। কাপ্তাই উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন মূল্যায়ন কমিটির আহবায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান মূল্যায়ন কমিটির সদস্য সচিব এর দায়িত্বে ছিলেন।

এদিকে  সোমবার (২৯ এপ্রিল)  কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ হতে প্রাপ্ত মূল্যায়ন শীটে  মোট ১৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। তৎমধ্যে ১২ টি ক্যাটাগরিতে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। এই প্রতিষ্ঠান হতে
শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়) তাহসিন মোহাম্মদ জুবায়ের, শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) মোঃ আশিকুর রহমান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (বিদ্যালয়) মো: মাহফুজুল হক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) প্রভাষক আমিনুল ইসলাম (প্রভাষক), শ্রেষ্ঠ রোভার শিক্ষক প্রভাষক স্বামীজি মল্লিক,
শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক প্রভাষক ফাতেমা তুজ জোহরা, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ নৌ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ সিনিয়র ডিভিশন (কলেজ শাখা), শ্রেষ্ঠ রোভার ইব্রাহিম খলিল সাইমু, শ্রেষ্ঠ বিএনসিসি মীর শাহরিয়ার ইসলাম সাকিব, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই।

এদিকে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের সহ পাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৪৭ টি ইভেন্টের এর মধ্যে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীরা সর্বমোট ৪০ টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করেন। তৎমধ্যে ক বিভাগে সৈয়দা শারারা মাহমুদ ৩টি বিষয়ে প্রথম এবং গ বিভাগে দিঘি বড়ুয়া ৩টি বিষয়ে প্রথম স্থান অধিকার করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ