• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পানছড়িতে সম্প্রীতি সমাবেশ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে রুমা জোন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১০ম গ্রেডের দাবীতে লামার ৮৫টি বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি কমিটি সভা ভারী বৃষ্টির পানির কারণে তলিয়ে গেছে রাজগঞ্জের ঝাঁপা বাঁওড় অসাম্প্রদায়িক চেতনার সুদৃঢ় বন্ধনে মানিকছড়িতে সম্প্রীতি সভা কাপ্তাইয়ে সকলের মধ্যে যেই সম্প্রীতি আছে, সেটা ধরে রাখতে হবে- ইউএনও মো মহিউদ্দিন  সিএনজি ধর্মঘটে কাপ্তাইয়ে দূর্ভোগ চরমে  ক্ষতিগ্রস্তদের সহযোগীতা ও জড়িতদের বিচারের আওতায় আনা হবে; দীঘিনালায় তথ্য উপদেষ্টা নাহিদ পাহাড় ও সমতল সব মিলে বাংলাদেশ, পাহাড়ে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সহায়তা দেওয়ার আশ্বাস-নাহিদ ইসলাম বড়ধুল ইউনিয়নের বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক স্মরণসভা পথ র‍্যালী রাজবাড়ীতে ফেনসিডিল ও গাঁজা সহ গ্রেপ্তার-১, মোটরসাইকেল জব্দ

জাতীয় শিক্ষা সপ্তাহে কাপ্তাই উপজেলা পর্যায়ে ৫২ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ 

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: / ১৭৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ রাঙামাটির  কাপ্তাই উপজেলা পর্যায়ে ৫২ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন   নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই। তৎমধ্যে ১২ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব এবং ৪০ টি ইভেন্টে  সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কাপ্তাই উপজেলা পর্যায়ে মূল্যায়ন কমিটি বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে এই শ্রেষ্ঠত্ব নির্বাচন করে থাকেন। কাপ্তাই উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন মূল্যায়ন কমিটির আহবায়ক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান মূল্যায়ন কমিটির সদস্য সচিব এর দায়িত্বে ছিলেন।

এদিকে  সোমবার (২৯ এপ্রিল)  কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ হতে প্রাপ্ত মূল্যায়ন শীটে  মোট ১৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। তৎমধ্যে ১২ টি ক্যাটাগরিতে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। এই প্রতিষ্ঠান হতে
শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়) তাহসিন মোহাম্মদ জুবায়ের, শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) মোঃ আশিকুর রহমান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (বিদ্যালয়) মো: মাহফুজুল হক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) প্রভাষক আমিনুল ইসলাম (প্রভাষক), শ্রেষ্ঠ রোভার শিক্ষক প্রভাষক স্বামীজি মল্লিক,
শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক প্রভাষক ফাতেমা তুজ জোহরা, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ নৌ স্কাউট গ্রুপ, শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ সিনিয়র ডিভিশন (কলেজ শাখা), শ্রেষ্ঠ রোভার ইব্রাহিম খলিল সাইমু, শ্রেষ্ঠ বিএনসিসি মীর শাহরিয়ার ইসলাম সাকিব, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (বিদ্যালয়) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই।

এদিকে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের সহ পাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৪৭ টি ইভেন্টের এর মধ্যে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীরা সর্বমোট ৪০ টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করেন। তৎমধ্যে ক বিভাগে সৈয়দা শারারা মাহমুদ ৩টি বিষয়ে প্রথম এবং গ বিভাগে দিঘি বড়ুয়া ৩টি বিষয়ে প্রথম স্থান অধিকার করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ