• বুধবার, ২৫ জুন ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
খাগড়াছড়িতে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে; গুরুতর আহত ৯ গোয়ালন্দে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মহেশখালীতে দিনব্যাপী কাব কার্ণিভাল অনুষ্ঠিত কাপ্তাই বিএনপির সভাপতি লোকমান আহমেদ পেলেন মাদার তেরেসা সম্মাননা স্মারক – ২০২৪ মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা মাটিরাঙ্গায় ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মে. টন খাদ্যশষ্য: এক লাখ টাকা জরিমানা কোস্টগার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক আনন্দ মুখর পরিবেশে কাপ্তাইয়ে কাব কার্ণিভাল অনুষ্ঠানের উদ্বোধন: অংশ নেন ১৮০ জন শিশু খাগড়াছড়িতে ১১তম ট্রেইনি কনস্টেবল -২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত বেলকুচি পৌর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণের শুভ উদ্বোধন ঝড় বৃষ্টি নেই, তবুও বিদ্যুৎতের ভেলকিবাজি: কাপ্তাইয়ে লোডশেডিং এ অতিষ্ঠ গ্রাহক কাপ্তাইয়ে সিসিএইচপির প্রকল্প কার্যক্রম সমাপনী সভা ও হুইল চেয়ার বিতরণ

দূর্গম হরিনছড়ায় সাংগ্রাঁই  জলকেলি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান 

ঝুলন দত্ত, কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি: / ২৬১ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিনছড়া যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায়  গত শুক্রবার ( ২৬ এপ্রিল) সাংগ্রাঁই জল উৎসব অনুষ্ঠিত হয়।

এই  উপলক্ষে এদিন বিকেল ৪ টা হতে রাত ৮ টা অবধি হরিনছড়া পাড়া সংলগ্ন  মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একক গান ও দ্বৈত গান পরিবেশিত হয়।
এর আগে এদিন সকালে সাংগ্রাঁই জলকেলী অনুষ্ঠিত হয়।
১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমার সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলকেলী উৎসব এর উদ্বোধন করেন  কাপ্তাই  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন।

এসময় সাবেক মেম্বার সুইপ্রু মারমা,২নং ওয়ার্ড মেম্বার অংসাচিং মারমা, সহ বিভিন্ন এলাকা হতে মারমা,চাকমা, তনচংগ্যা সহ  কাপ্তাই ইউনিয়ন হতে বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিনে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা। এসময় তিনি মারমা, চাকমা, তনচংগ্যা সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির ধরে রাখতে আহবান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সর্বজনীন পেনশন স্কিমে সকলকে যুক্ত হবার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ