ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
কাপ্তাই সেনা জোন (৫৬ ইষ্ট বেংগল) এর উদ্যোগে কাপ্তাই উপাজেলার নতুন বাজারস্থ আনন্দমেলা খেলার মাঠে উন্নত মানের লোহার ফুটবল খেলার গোলবার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল,পিএসসি এর উপস্থিতিতে খেলার মাঠে গোলবার স্থাপনের শুভ উদ্বোধন করা হয়।
এই সময় কাপ্তাই সেনা জোনের উপ-অধিনায়ক মেজর ফয়েজ আহাম্মেদ,পিএসসি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি মোঃ নবী হোসেন, স্থানীয় মেম্বার, বাজার পরিচালনা কমিটির প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় ফুটবল খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, স্থানীয় যুব সমাজ কর্তৃক আয়োজিত বিগত মার্চ ২০২৪ মাসে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে স্থানীয় খেলা পরিচালনা কমিটির পক্ষ হতে জোন কমান্ডার এর নিকট দাবীর প্রেক্ষিতে জোনের পক্ষ হতে খেলার মাঠে উন্নত মানের লোহার গোলবার স্থাপন করে দেওয়া হয়।
এসময় জোন কমান্ডার উপস্তিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, সুস্থ্য তরুন ও যুব সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি খেলাধুলার উন্নয়নে জোনের পক্ষ হতে যে কোন ধরনের সহায়তায় আশ্বাস প্রদান করেন।