এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেক কংলাক পাহাড়ে পণ্যবাহী গাড়ি (মাহিন্দ্র) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে একজন নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে পণ্যবাহী মাহিন্দ্রটি সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে। এ সময় মাহিন্দ্রে থাকা প্রাণ কোম্পানির ২জন প্রতিনিধি লাফিয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলেই মাহিন্দ্র চালক মো. চান মিয়া (৩৫) নিহত হয়।
জানাযায়, নিহত মাহিন্দ্র চালক দীঘিনালা উপজেলার উত্তর রসিক নগর এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানাযায়, নিহত চান মিয়ার পরিবারে স্ত্রী ও ৩জন সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগার করা চান মিয়া সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় ৩জন সন্তান নিয়ে প্রায় নিঃস্ব তার স্ত্রী।
সাজেক থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল হাসান খান জানান, সাজেকে দূর্ঘটনায় একজন মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।