মোঃ হাবীব আজম, ব্যুরো প্রধান,রাঙামাটিঃ-
রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় মঙ্গলবার২৭ ফেব্রুয়ারী ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কমবেশী ৭ লাখ টাকা।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে,শহরের রিজার্ভ মুখস্থ রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়’র পিছনের এলাকায় মঙ্গলবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ২ টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পুলিশ,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দীর্ঘ ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান কমবেশী ৭ লাখ টাকা। দমকল বাহিনীর তাৎক্ষনিক উপস্থিতি ও কৌশলের কারণে আগুন ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়াতে পারনি। জনৈক হেদায়েতুল ইসলামের রান্নার গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানায়। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র এডি মো.দিদারুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়েই আমরা দূর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। স্থানীয় মো.মনির ও হেদায়েতুল ইসলাম’র দুইটি বসত ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৭ লাখ টাকার মতো হবে বলে যোগ করেন এ কর্মকর্তা।