• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি:- / ১৯১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি:-

রাঙ্গামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি শাখার পক্ষ থেকে বহুমুখী নগদ অর্থ বিতরণ।

রবিবার (১২ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক জনসমাবেশে এসব অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি

বাংলাদেশ আওয়ামীলীগ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য গিয়াস উদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রেড ক্রিসেট সোসাইটি রাঙামাটি শাখার সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা, বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ, বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র জাফর আলী খাঁন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই দীপংকর তালুকদার এমপি বাঘাইছড়ি পৌরসভার এগারো কোটি পচিঁশ লক্ষ সাত চল্লিশ হাজার চারশত ত্রিশ (১১,২৫,৪৭,৪৩০) টাকা ব্যয়ে মোট ১১ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

সভায় বক্তারা বলেন এর আগে রেড ক্রিসেন্ট সোসাইটি এতটা জনকল্যাণ মূলক কাজ করেনি কিন্তু বর্তমান সরকারের আমলে রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে জনকল্যাণকর কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন একসময় রাঙ্গামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব নিতো তারা জানতো না তাদের কাজ কি বর্তমানে আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সম্পাদক ও সদস্যরা অত্যান্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তনায়নে এগি যাচ্ছে। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।

রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৭৫০ জন ক্ষতিগ্রস্তের মাঝে প্রতিজন ৬০০০ টাকা করে মোট ৪৫ লক্ষ টাকা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ২০০ টি পাটি, ১০০ টি বালতি, ৫০টি জারিকিন, ২০টি তেরপাল বিতরণ করা হয়।

বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৭২ টি ডাস্টবিন এবং বাঘাইছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক ৫০ জন কৃষকদের মাঝে বীজ, সার সহ কৃষি পণ্য বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ