মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি)
বাসের নিচে পড়ে দুমড়ে মুচড়ে গেছে সিএনজি। সিএনজিতে থাকা ড্রাইভার সহ ৬ জনের ২ জনই ঘটনাস্থলে নিহত এবং বাকি ৪ জনের প্রত্যেকে গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষনিক সবাইকে রাঙামাটি সদর হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনিক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অদ্য তরিখে দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে রাঙামাটি শহরে প্রবেশমুখ ভেদভেদী বাজারের মুখে সড়কের পাশে সংস্কারের কাজ চলায় সামনে এগোতে না পেরে দাঁড়িয় ছিলো যাত্রীবাহি সিনএনজি অটোরিক্সাটি (রাঙামাটি থ-৭৬৫)। চট্টগ্রাম থেকে আসা রাঙামাটি-চট্টগ্রাম যাত্রীবাহী ‘খাজা গরীবে নেওয়াজ’ নামের চট্ট মেট্রো-জ-১১-০০১৮ বাসটি সজোরে আঘাত করে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে। এতে মুহুর্তেই দুমড়ে মুচড়ে যায় অটোরিক্সাটি। ঘটনাস্থলেই প্রাণ যায় দুইজনের। এরা হলেন পরিমিলা চাকমা ও গুরিমালা চাকমা। আহত বাকি চারজনকে স্থানীয় রাঙামাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরা হলেন রিপন চাকমা, রিকন চাকমা,পিন্টু চাকমা ও পরী চাকমা। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশংকাজনক। ফলে চট্টগ্রাম মেডিকেল এ পাঠানো হয়।
ভেদভেদী বাজার ব্যবসায়ি সমিতির সাধারন সম্পাদক মাসুদুল হক জানিয়েছেন, ‘অটোরিক্সাটি দাঁড়িয়ে ছিলো। বাসটি অযথাই অতিরিক্ত গতিতে এসে নিয়ন্ত্রণ করতে না পেরে পেছন থেকে ভয়ংকরভাবে আঘাত করে। এতেই এই দূর্ঘটনাটি ঘটেছে। আমরা দ্রুত সবাইকে হাসপাতালে নিয়ে যাই।’
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর জানিয়েছেন, ‘হাসপাতালে যাদের আনা হয়,তাদের ২ জন আগেই মারা গেছিলেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা খুবই খারাপ থাকায় তাদের আমরা চট্টগ্রামে রেফার করেছি। বাকি ১ জনকে রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে আমরা জেনেছি,দাঁড়িয়ে থাকা অটোরিক্সাটিকে আঘাত করেছে বাসটি। বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এই বিষয়ে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরন করা হবে।’