• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা খাগড়াছড়ি বন বিভাগ দু’টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করলো প্রাকৃতিক বনে মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ উন্নয়নের ছোঁয়া বঞ্চিত গুইমারা: স্বাস্থ্য-শিক্ষায় অন্ধকার শার্শায় ব্যবসায়ীকে চাকুর ভয় দেখিয়ে টাকা ছিনতাই আটক ২ রামগড়ে গভীর রাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা

শেরপুরে মনোনয়নপ্রত্যাশী জেলা জাপার সাধারণ সম্পাদক মনির মতবিনিময় সভা

এফ এম সিফাত হাসান, শেরপুর: / ৪২২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধি

২ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়াস্থ নিজ বাড়িতে
শেরপুর-১ (সদর) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

ওইসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে দলীয় লাঙ্গল প্রতীকে প্রার্থিতা ঘোষণা করেন এবং উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিনও দলীয় মনোনয়ন চাইবেন, আমিও চাইব। সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নির্বাচন করার অঙ্গীকার করছি। আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, সেগুলোর অবসান হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন ইতোমধ্যেই আমি বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছি। স্থানীয় বৃহত্তর চরাঞ্চলের মানুষ এমপি না পাওয়ায় আমি দল থেকে মনোনয়ন চাচ্ছি। চরাঞ্চলের উন্নয়নের স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকার আহবান জানান।

শেরপুর চরাঞ্চল ঐক্যজোটের সভাপতি, সাবেক জাপা নেতা আব্দুর রশিদ বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ আলী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এবং জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে শরিক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ