এফ এম সিফাত হাসান শেরপুর প্রতিনিধি
২ সেপ্টেম্বর শনিবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়াস্থ নিজ বাড়িতে
শেরপুর-১ (সদর) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
ওইসময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে দলীয় লাঙ্গল প্রতীকে প্রার্থিতা ঘোষণা করেন এবং উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিনও দলীয় মনোনয়ন চাইবেন, আমিও চাইব। সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই নির্বাচন করার অঙ্গীকার করছি। আমাদের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই। কিছুটা ভুল বোঝাবুঝি ছিল, সেগুলোর অবসান হয়েছে।
তিনি আরও বলেন, আপনারা জানেন ইতোমধ্যেই আমি বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছি। স্থানীয় বৃহত্তর চরাঞ্চলের মানুষ এমপি না পাওয়ায় আমি দল থেকে মনোনয়ন চাচ্ছি। চরাঞ্চলের উন্নয়নের স্বার্থে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকার আহবান জানান।
শেরপুর চরাঞ্চল ঐক্যজোটের সভাপতি, সাবেক জাপা নেতা আব্দুর রশিদ বিএসসির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ আলী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এবং জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলে মধ্যাহ্নভোজে শরিক হন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত